
বনফুলের ছোটগল্প সমগ্র
goo
পরিকল্পনা প্রস্তাবনা ও সঙ্কলন – চিরন্তন মুখোপাধ্যায়প্রচ্ছদ – প্রণবেশ মাইতিবনফুলের ছোটোগল্পের সাজি ফুলের বনের থেকে আনা এক চয়নিকা। এ- তোড়া রূপে-সুষমায়। ঘ্রাণে-লাবণ্যে, এমনকি নিকোটিনের মধুরতায়, উপাদেয়। পুষ্পের গুচ্ছ নয়, পুষ্পরাগের মণিমালাই যেন। স্পষ্ট আর স্বচ্ছ, শাদা আর হালকা-হলুদ, আর তাদের ভেতর দিয়ে গতিশীল ও সাবলীল বনফুলের শিল্পায়াস। তাঁর এক জীবনের বীক্ষার ফল অনেক ছোটগল্প; এক-আধটি প্রখর রেখার ক্ষিপ্র টানে ধরা আছে অস্তিত্বের গভীর খশড়া। এক-একটি রচনা ফুলের মতো সুকুমার, মণির মতো সমুৎকীর্ণ এক-একটি রচনা। উপক্রম হয় তো বাস্তব দুঃস্বপ্নে, তার উপসংহারে স্বপ্নের আয়োজন হয় তো। শুরু হতে পারে শ্লেষ-কৌতুকের সরসতায়। সারা হতে পারে সকরুণ সুকোমল। ‘বাহুল্য’ তাঁর এক ছোটোগল্প-সংকলনের নাম, তাঁর ছোটোগল্প কিন্তু বাহুল্যবর্জিত। তাঁর আর-এক গল্প-সংকলনের নাম ‘বিন্দু বিসর্গ’ ; কবিতার এক বিন্দু আর নাটকীতার দুই বিন্দু বা বিসর্গ, এ- ই তাঁর ছোটোগল্পের বর্ণমালা। সব মিলিয়ে এ হচ্ছে বনফুলের পুষ্পসার, ক্রিস্টালের আধারে বন্দী, উদ্বায়ী এবং জ্বলছে। - বীতশোক ভট্টাচার্যনদীর বুকে আলোর ঝলক, গালের উপর চূর্ণ অলক, মুচকি হাসি, ত্রস্ত পলক, হলদে পাখীর ‘টিউ’। বর্ষা-ঘন রাত্রি নিবিড়। ‘দেশ’ রাগিনির সুমিষ্ট মীড়, গঙ্গা ফড়িং, বিহঙ্গ নীড় টিকিট কেনার ‘কিউ’। জোনাকীদের নেবায় জ্বলায় রূপসীদের ছলায় কলায় প্রতিদিনের থামায় চলায় ছোট গল্প আছে। পাহাড় কভু, কখনও মেঘ, কখনও থির,...
Download or read বনফুলের ছোটগল্প সমগ্র in PDF formats. You may also find other subjects related with বনফুলের ছোটগল্প সমগ্র.
- Filetype: PDF
- Pages: 728 pages
- ISBN: / 0
By3Z_RRj8DW.pdf
More About বনফুলের ছোটগল্প সমগ্র
goo